বিসিএসের জন্য প্রয়োজনীয় বই সমূহ


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।
অনেকেই রিকোয়েস্ট করে থাকেন বিসিএস এর বই এর ব্যাপারে তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসছি
 বিসিএস এর প্রয়োজনীয় বই 
সম্পর্কিত একটি আর্টিকেল।

বিসিএসের প্রিলি, রিটেন এবং ভাইভার জন্য যেই বইগুলো লাগবে।

প্রেলিমিনারি বুক লিস্ট:
১. জব সলুউশন (প্রফেসর’স/ওরাকল)
২. যে কোন এক সেট বই [MP3 (জর্জ সিরিজ), প্রফেসর'স, অ্যাসিউরেন্সে, ওরাকল]
৩. ডাইজেস্ট (অ্যাসিউরেন্স)
৪. পৌরনীতি (এইচ এস সি) মোজাম্মেল হক (সম্ভব হলে) (শুধুমাত্র সিলেবাসের টপিক্স গুলো পড়বেন)
৫. নবম দশম শ্রেণীঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বাংলা ব্যাকরণ, ভূগোল ও পরিবেশ, সাধারন বিজ্ঞান (শুধু মাত্র সিলেবাসের টপিক্স গুলো পড়বেন)
৬. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (সৌমিত্র শেখর)
(শুধুমাত্র সিলেবাসের টপিক্স গুলো পড়বেন)
৭. English for Competitive Exam (প্রফেসর'স)
৮. মডেল টেস্ট (কনফিডেন্স/ওরাকল/প্রফেসর'স /অ্যাসুউরেন্স)
০৯. 'সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান' -আরিফ খান
১০. কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট ওয়ার্ল্ড বিসিএস স্পেশিয়াল সংখ্যা।
১১. স্পেশাল বাংলাদেশ+আন্তর্জাতিক ম্যাপ -(জাহিদ সোহেল)
১২. গণিতের জন্য একটি ব‌ই Short Cut Math by Sir Arifur Rahman
১৩. ABC of English Literature
১৪. S@ifur's Vocabulary & Oracle Vocabulary with Mnemonic
১৫. লালনীল দীপাবলি হুমায়ুন আজাদ
বিঃদ্রঃ এই বইগুলোর সকল পড়া বিসিএসের সিলেবাসে নাই। তাই সিলেবাস দেখে দেখে প্রয়োজনীয় পড়া গুলোই বার বার পড়তে হবে।
রিটেনের জন্য এই বই গুলো দেখতে পারেন:
১. যে কোন এক সেট বই (প্রফেসর'স, ওরাকল, অ্যাসিউরেন্স)
২. গ্রন্থ সমালোচনার জন্য মহসীনা নাজিলার শীকর।
৩. যে কোন দুই সেট ডাইজেস্ট।
ভাইবার জন্য এই বই গুলো দেখতে পারেন:
১. আপনার ক্যাডার চয়েস অনুযায়ী যেকোন এক সেট বই (প্রফেসর'স, ওরাকল, অ্যাসিউরেন্স)।
২. অসামাপ্ত আত্মজীবনী - বঙ্গবন্ধু।
৩. কারাগারের রোজনামচা- বঙ্গবন্ধু।
৪. ২০২১ সালের বাংলাদেশ- ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
৫. নাগরিকদের জানা ভাল- মুহাম্মদ হাবিবুর রহমান।
৬. লক্ষ প্রাণের বিনিময়ে- মেজর রফিকুল ইসলাম
৭. দ্য রেপ অব বাংলাদেশ- অ্যান্থনী মাসকারেন হাস
৮. বাংলাদেশের রক্তের ঋণ- অ্যান্থনী মাসকারেন হাস
৯. একাত্তরের ডাইরী- সুফিয়া কামাল
১০. একাত্তরের দিনগুলো- জাহানারা ইমাম
১১. Surrender at Dhaka - JFR Jakob
১২. দেয়াল- হুমায়ুন আহমেদ
১৩. আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর- আবুল মনসুর আহমেদ।

বিসিএসের জন্য প্রয়োজনীয় সব বই গুলো সংগ্রহ করুন আর পড়তে থাকুন।

বিঃদ্রঃ এই বুক লিস্ট টা Shamim Anwar Sir (34th BCS), Sushanta Paul Sir (30th BCS), Md. Sobuj Ahmed Sir (34th BCS), Ariful Haque Mamun Sir সহ ৭-৮ জন বিসিএস ক্যাডার স্যারদের দেওয়া সাজেশন্স এবং টিপস্ কে সমন্বিত করে তৈরি করা। সকল ক্রেডিট স্যারদের।
ধন্যবাদ স্যারদের কে।

যারা শর্টকাট ভালোবাসেন অথবা শর্টকাটে মনে রাখতে পছন্দ করেন তাদের জন্য আমার একটি পোষ্ট আছে সেটি হল

উপরের লিঙ্কটাতে ক্লিক করে দেখে নিতে পারেন এই গুরুত্বপূর্ণ পোস্টে আজকে এ পর্যন্তই সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

0 Comments